Untitled

258 Words
আলিফ যেহেতু একজন টিচার ছিল সেহেতু আতিয়া তার মনের কথা কখনোই বলতে পারে নি। তার কথা ভেবে ভেবে কত রাত জেগেছে মেয়েটা। মনের ও অনেক মিল।। কত বার যে ডিপ্রেশন এ গেছে হিসাব নেই। পরে সে নিজেকে বুঝালো যে ভাগ্যে নেই তাকে হাজার চাইলেও পাওয়া যাবে না। কিন্তু সব যতই ভুলে যাওয়ার চেষ্টা করে তা আরও বেশি করে মনে পরে। কিন্তু এক পাহাড় কষ্ট বুকে চেপে সে আবারও নিজের জীবনের যে চাকা টা অন্য দিকে মোর নিয়েছিল তাকে ঠিক রাস্তায় এনে এগিয়ে যেতে থাকে । জীবনে আরও কতো বিপদ এসেছে। কিন্তু এসব বাধা ডিঙিয়ে এগিয়ে যায় সামনে। কাউকে কিছু বলতে না পেরে কতো রাত কেদেছে । কতো কষ্ট তার মনে।৷ তার পর থেকে জীবনে কাউকে তার ভালোবাসার অংশ করতে পারে নি। সে কখনো এরকন কথা ভাবতেই পারে নি।।।।এভাবেই তার জীবন আবারও চলতে থাকে। পুরোনো স্মৃতি গুলোকে সঙ্গী করে। আজ সে সাফল্যের দোরগোডায় । সে এখন আর আগের সে নয়। সে এখন একটি সফল বিজনেসম্যান। জীবনের সব কিছু সে আজ অর্জন করেছে ।।। সে এখন ভাবে সে আলিফ স্যারকে পছন্দ করে ভুল করনি।ে সেদিন। যদি সে আলিফ স্যার কে পছন্দ না করত তাহলে আজকে সে হয়তো এই সফলতা দেখতেই পেতো না। ৷ তার সফলতার জন্য আলিফ স্যারই হয়তো তার উতসাহ।।। ৷ ৷ এখন আর সে একা নয়। এখন তার সত্যিকারের প্রিয় মানুষটি তার জীবনে চলে এসেছে । তার জন্য সৃষ্টিকর্তা যাকে সৃষ্টি করেছেন সে তাকেই পেয়েছেন। এখন সে সুখী মানুষ।।। তার মতো সুখী আর কেউই হয়তো হতে পারে না।।❤️❤️❤️ ৷ ধন্যবাদ।। যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে সাহায্য করবেন।।❤️❤️
Free reading for new users
Scan code to download app
Facebookexpand_more
  • author-avatar
    Writer
  • chap_listContents
  • likeADD