আজকে "প্রেমপত্র"তে লিখতে চলেছি আমার প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা চিঠির কিছু অংশ।আমি আশাবাদী যে পাঠক বর্গের এই পত্র পছন্দ হবে ।
।।কিছু কথা বলার ছিল।।
অনেক দিন পরে আবার কোনো প্রিয় মানুষের জন্য কিছু লিখতে বসেছি। হ্যাঁ ঠিক যে এটা নিজের জন্য লেখা প্রথম চিঠি নয় কিন্তু এটা তো করাই যায় যে এই পত্রপাঠক ই এই পত্র লেখকের শেষ এবং একমাত্র পাঠক হবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কেন তাকে ভালোবাসি ?
উত্তরটা কোনো দিনই সোজাসুজি ভাবে বলতে না পারলেও আজ বলতে কোনো দ্বিধা নেই । আসলে কাগজ কলমের কাছে আমার কখনোই লজ্জা নেই। তাহলে বলি সেই কারণ । আমি তার রূপের গুনে তার প্রেমে পড়িনি , আর না তার পিছনের ইতিহাসে কর্ণপাত করেছি । তার শান্ত , স্নিগ্ধ মনের কাছে আমার অস্থির, চঞ্চল মন হাসিমুখে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে । আমার এই ছোট জীবনে আমি অনেক মেয়েকে অনুভব করেছি, কিন্তু তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আমি অনুভব করতে পেরেছি যা প্রকাশ করতে আমি সম্পূর্ণ অক্ষম। তবে মাঝে মাঝেই একটা ভয়ের জন্য আমি ভীতিগ্রস্ত হয়ে উঠেছি। কখনো এই ছেলেটা তার প্রেমিকার কাছে "প্রাক্তন"এর তকমা পাবে না তো, আজ শত বিরক্তির পরেও যার সাথে কথা বলে আমি প্রশান্তি অনুভব করি সে আমি ছেড়ে চলে যাবে না তো ? খুব কম মানুষের কাছে অনুরোধ করা এই ছেলেটা তার প্রেমিকার কাছেও একটা অনুরোধ করছি
"যাস্ না আমায় ছেড়ে চলে
থাকতে পারব না তোর সাথে কথা না বলে। "