ভয়

494 Words
বাস্তব একটি ঘটনা। দিনটি ২০১৩ সালের জানুয়ারি মাসের কোন একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর শিল পাড়ায়,, তখন প্রচন্ড ঠান্ডা দুপুরের খাবার শেষে আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ একটা মাইকিং এর আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙ্গে গেল আমি একটু সজাগ হয়ে মাইকিং এ কি বলছে তা শুনতে চাইলাম। আমি ভেবেছি হয়তো কোন বাচ্চা হারিয়ে গিয়েছে তাই হয়তো মাইকিং চলছে শুনলাম একজন লোক মারা গেছে। এবং তার জানাযার নামাজের জন্য মানুষকে আহব্বান জানানো হচ্ছে আমি একটু অবাক হলাম কারণ সব সময় দেখেছি যে এলাকার কেউ মারা গেলে মসজিদে মাইকিং করে জানানো হয় কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য মাইকিং চলছিল আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মাইকিং এর আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো মনে হলো এবার আমার বাসার পাশ দিয়ে গেল আওয়াজটা। এর পর আবার দুরে চলে যেতে লাগলো আওয়াজটা। আমি আমার ছোট বোনকে মাইকিং এর কথা বলতে ও বললো ও কোন মাইকিং শুনতে পায়নি।আমি ব্যাপারটাকে নরমাল ভাবে নিলাম। তখনন বেজে ছিল বিকাল ৪ টা ৩০ আমার ক্লাস ছিল সন্ধ্যা ৬:৩০ এ তাই একটু পরেই ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এম বি এ করছিলাম সংগত কারণে ভার্সিটির নামটি এখানে উল্লেখ করলাম না। সপ্তাহে তিন দিন ৬:৩০ থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস। সেদিন প্রচন্ড জ্যাম থাকার কারণে ৬:৩০ এর বেশি বেজে গেল ভার্সিটিতে পৌঁছাতে,, আমার এক বন্ধু এসএমএস দিয়ে জানতে চাইলো আমি কোথায় উত্তর দিলাম এবং কিছু সময় পরে ভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস ২০৭ নাম্বার রুমে আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম দরজাটা চাপানো,, রুমে ঠিক সময় মত দরজাটা চাপানো থাকে আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের সবগুলো লাইট বন্ধ আমি একটু খেয়াল করে রুমের নাম্বার প্লেট দেখলাম সবই তো ঠিকই আছে ২০৭ নাম্বার রুম এটাই তো আমার ক্লাস। ভুল হওয়ার কোন কারন নেই।ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে আমি ২০৭ নাম্বার রুমে ঢুকে রুমের লাইট অন করলাম ক্লাসে কোন ব্যাগ বই খাতা চোখে পড়ল না। আমি আমার বন্ধুকে একটা এসএমএস দিয়ে জিজ্ঞেস করলাম কত নাম্বার রুমে আজ ক্লাস হচ্ছে?? আর রুমে এসএমএসের জন্য অপেক্ষা করতে থাকলাম। এর ভেতর 6-7 মিনিট পার হয়ে গেল,, হঠাৎ মনে হল এসএমএসের তো কোন উত্তর আসলো না আমি আমার মোবাইলটা চেক করতেই দেখলাম নেটওয়ার্ক নেই আমার তখন মনে হল আমি এখানে বসে না থেকে অফিস রুমে যেয়ে খোঁজ নিলেই জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে রুম থেকে বের হলাম আর তখনই সাথে সাথে এসএমএসটা আসলো, আমার বন্ধু লিখেছে ২০৭ নাম্বার রুম আমি তখনো ২০৭ নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে পাশের রুমের নাম্বারটা দেখলাম ২০৬। আমি ভাবলাম নিশ্চয়ই আমার বন্ধুরা আমার সাথে মজা করছে এটাই ভাবলাম। আমি এটা দুষ্টুমি করার সময় না তাই আমি খুব বিরক্তি নিয়ে অফিস রুমে যেয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে ?? ওখান থেকে আমাকে জানানো হলো ২০৭ নাম্বার রুমে। ততক্ষণে ৭টার ও বেশি বেজে গেছে আমি আবার ২০৭ নম্বর রুমের সামনে গেলাম কি করব বুঝতে পারছিলাম না কিন্তু তারপরেও রুমের দরজাটা খুললাম আর এবারও আমি দেখলাম রুমের লাইট সব বন্ধ এবং অন্ধকার আমি প্রচন্ড ভয় পেলাম ওখানে আর থাকতে পারলাম না ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। বাকি অংশ দিবো কমেন্ট করুন
Free reading for new users
Scan code to download app
Facebookexpand_more
  • author-avatar
    Writer
  • chap_listContents
  • likeADD