News
BBC News বাংলা 1d · বাংলাদেশের কোন কোন এলাকায় প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আবার কোন কোন এলাকায় আবহাওয়া এখনো বেশ উত্তপ্ত। আপনার এলাকায় এখনকার পরিবেশ-প্রকৃতি ঠিক কেমন? শীতের সকাল কিংবা শিশির, কুয়াশা বা আপনার এলাকার এখনকার প্রকৃতির ছবি/ভিডিও আমাদের পাঠিয়ে দিন myprobaho@bbc.co.uk ঠিকানায়। সাথে লিখুন নাম, ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা। বাছাইকৃত কয়েকটি ছবি/ভিডিও প্রচারিত হবে বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহের আগামী পর্বে।ছবি: গেটি ইমেজ Robi Rhythm Online Season 2-এর নতুন এপিসোডে আসছেন সুপার পপুলার আরেফিন রুমি ও আনিকা। এই মিউজিক্যাল ডুয়ো’র পারফরম্যান্স দেখুন ৫ নভেম্বর, শুক্রবার রাত ৯টায় রবি’র ফেসবুক পেইজে।
বিজ্ঞাপন কোম্পানী ফোন দেয় এপ্স এর মালিক কে জানা ছিল না। আর যদি বিজ্ঞাপন কোম্পানী এভাবে কন্টাক করে এড এ ক্লিক বা ভিউ নিয়ে থাকে তাহলে তো এইটা বিশাল বড় স্ক্যাম। আমি যতটুকু দেখলাম উনি ওয়েবসাইট এ গুগল এর এড ভিউ করাচ্ছেন কিন্তু গুগল কেন ওনার সাথে যোগাযোগ করব এইটা মাথায় আসছে না যদি কারও কোন আইডিয়া থাকে শেয়ার করতে পারেন বিষয়টি শুধু জানার জন্য পোষ্ট করা।
অভিনয় ছেড়ে রাস্তার ধারে ম্যাগি ও অমলেট বিক্রি শুরু করেন সঞ্জয় মিশ্র, তারপর মুম্বাই ফিরিয়ে আনলেন রোহিত শেঠি
বাইক কিনে গাড়ি জেতার সময় বাড়লো আরও এক মাস! হিরো বাইক মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।নভেম্বর মাসজুড়ে সারাদেশে অনুমোদিত শোরুম থেকে যেকোনো হিরো বাইক কিনলেই থাকছে TATA Indigo গাড়ি জেতার সুযোগ। এছাড়া Thriller 160R কিনলেই ৩২ ইঞ্চি LED TV একদম ফ্রি। সেই সাথে যেকোনো বাইক কেনায় নিশ্চিত ৳৯,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও আকর্ষণীয় উপহার তো থাকছেই! তাই আজই চলে আসুন হিরো মেলায়। বিস্তারিত জানতে: www.niloyhero.com