গল্প লিখতে ভালো লাগে তাই লিখি। সত্যি বলতে লেখা লেখি করি আর এই লেখা টাকে হাতিয়ার বানিয়ে যদি কিছু আয় করা যায়, তবে বাবা কে একটু সাহায্য করতে পারবো আর পড়াশোনা টাও চালিয়ে যেতে পারবো। তাই এখানে আসা আর এই স্টোরি লেখা।।
আমার লেখা প্রথম ছছোট গল্প। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে গল্প টা। ইন শাহ আল্লাহ ভালো করেই লিখতে চেষ্টা করবো।সবাই পাশে থাকবেন। ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টি তে দেখবেন। আর বানান ভুল হলে বা অন্য যেকোনো কিছু ভুল হলে আমায় জানাবেন।
"উড়ো প্রেম "আমার লিখা প্রথম গল্প। আবির এই গল্পের নায়ক। তিথি গল্পের নায়িকা। এক বৃষ্টির দিনে হঠাৎ করেই তাদের দেখা হয়।সেখান থেকেই গল্প টা এগিয়ে যাবে। এটি একটি রোমান্টিক গল্প। আশা করছি গল্প টা আপনাদের ভালো লাগবে। সবাই গঠনমুলক মন্তব্য করবেন। ইন শাহ আল্লাহ গল্প টি ভালোই লিখতে পারবো