Story By Iren Jahan Seuli
author-avatar

Iren Jahan Seuli

bc
News
Updated at Nov 1, 2021, 13:12
BBC News বাংলা 1d · বাংলাদেশের কোন কোন এলাকায় প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আবার কোন কোন এলাকায় আবহাওয়া এখনো বেশ উত্তপ্ত। আপনার এলাকায় এখনকার পরিবেশ-প্রকৃতি ঠিক কেমন? শীতের সকাল কিংবা শিশির, কুয়াশা বা আপনার এলাকার এখনকার প্রকৃতির ছবি/ভিডিও আমাদের পাঠিয়ে দিন myprobaho@bbc.co.uk ঠিকানায়। সাথে লিখুন নাম, ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা। বাছাইকৃত কয়েকটি ছবি/ভিডিও প্রচারিত হবে বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহের আগামী পর্বে। ছবি: গেটি ইমেজ
like
bc
new Account
Updated at Nov 1, 2021, 13:04
আমাদের প্রিয়জব এপ্স এ কি কি পরিবর্তন হতে পারে তার একটি ধারণা দেওয়া হলোঃ- ১. এই এপ্স এ ৪টি প্যাকেজ থাকবে যেমন সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম। সাধারণ ইউজার (ফ্রি) থাকবেন সিলভার প্যাকেজ এ যেখানে শুধুমাত্র এড ভিউ করে কাজ করতে পারবে। এবং বর্তমানে যারা ১৫০০ টাকা দিয়ে একটিভ করেছেন তারা থাকবেন গোল্ড প্যাকেজ এ বর্তমানে যে সকল কাজ করছেন তার সাথে কিছু নতুন কাজ যুক্ত হবে। এবং ডায়মন্ড প্যাকেজ এ একটিভ চার্জ থাকবে ৪৫০০ টাকা এবং এখান থেকে আয় হবে গোল্ড প্যাকেজের ৩গুন এবং নতুন কাজ ওয়েবসাইট ভিউ এবং ক্যাপচা টাইপ থাকতে পারে। সর্বশেষ প্যাকেজ প্লাটিনাম এ থাকবে সকল প্যাকেজের কাজ এটার দাম হবে ৯ হাজার এর মত। ২. এই এপ্স থেকে আমাদের ইনকাম আসবে ৬টি মাধ্যমে ১. গুগল এডমব/গুগল এডসেন্স, ২, ফেসবুক ম্যানেজার, ৩ Start.oi, ৪ Applovin, ৫ ওয়েবসাইট ভিউ এ লিংক শর্ট এর মাধ্যমে, ৬ সরাসরি ইউজার থেকে সুতারাং ২-১ টা থেকে ইনকাম বন্ধ হয়ে গেলেও আমার আমাদের কাজ চালিয়ে নিতে পারব। আমাদের আয়ের শিংহভাগ আসবে বিজ্ঞাপন থেকে এবং এর পুরোটাই ইউজারদের দেওয়া হবে শুধুমাত্র ফ্রি ইউজার ব্যাতিত। ৩. এপ্স এ ঢুকতেই ভিপিএন এর প্রয়োজন হবে না তবে কিছু কিছু অপশনে ভিপিএন ব্যাবহার করা বাধ্যতামূলক থাকবে। ৪. কোন ইউজার কাজ না করলে তার টাকা যেন মার না যায় তার জন্য প্রতিটি প্যাকজ এ ডেলি বোনাস অটোমেটিক রাখা হবে যেন কাজ না করলেও অন্তত একাউন্ট এর মেয়াদকালীন টাকাটা ফেরত পায়। ৫. শিঘ্রই প্রতিটি অপশনে বোনাস ক্লিক এর অপশন আনা হবে। এবং রেফার কমিশন টা রেফার এর কাজের উপর দেওয়া যায় কিনা সেটা ভাবা হচ্ছে। এছাড়া কি কি বিষয় নতুন করা যায় এ বিষয়ে প্রতিনিয়ত নোট করতেছি।
like