-" জেনিফার আর ইউ ওকে। তোর কোথায় বেশি লেগেছে? জেনিফার পানিতে টুইটুম্বুর চোখজোড়া মেলে মানহার দিকে তাকায়। মায়ান না থাকলে হয়ত এক্ষুনি কেঁদে ভাসাতো। মায়ান মানহা কে বলে- -" তুই যা ওকে তোল। দাঁড়িয়ে আছিস কেনো? মানহা জেনিফারের হাত ধরে তোলার চেষ্টা করে। কিন্তু তা কি পারা যায়? একজন যুবতী মেয়ের শরীরে কি ওজন কম? জেনিফার ব্যাথা পেয়ে বলে- -" আহ আপু পায়ে অনেক ব্যাথা। আমি উঠতে পারছিনা। মানহা কাঁদো কাঁদো চোখে মায়ানের দিকে তাকায়। জেনিফার কে তোলার চেষ্টা করে বলে- -" ভাইয়া তুই একটু ধর না আমি ওকে একা তুলতে পারছিনা। মায়ান দ্বিধায় পড়ে গেলো। যতই চাচাতো বোন হোক। তার আগে জেনিফার একটি মেয়ে। ওকে এখন তুলবে কিভাবে। মায়ান দ্বিধা নিয়ে বলে- -" জেনি উঠার ট্রাই কর। মানহা তুই ও একটু ভালো করে ধর ওকে। আমি ওকে উঠাতে পারবোনা। তখনি জেনিফারের মা আর মায়ানের মা এসে উপস্থিত হয় সেখানে। জেনিফারের মা মায়

