-ভাইয়া আমি তোমার ঠোঠে কিস করবো। . কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থতোমতো খেয়ে পড়ে যাই।কথাটা আমার এখনো হজম হয়নি।এই মূহুর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বললো।আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই। . -কি বললি তুই?? . -তুমি শুনতে পাওনি? . -না আবার বল। . -আমি বললাম আমি তোমার ঠোঠে কিস করবো। . -এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বল তো?? . -কেন স্কুলে আমার বান্ধবিরা বলে ঠোঠে কিসস খেলে নাকি অন্যরকম অনুভুতি পাওয়া যায় তাই তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে আমার তো বয়ফ্রেন্ড নেই তাই তোমার থেকে চাইলাম। . কথাটা শুনে আমি মাথায় হাত দেই।কিছু খুজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথাতে নিয়ে যেতে চেষ্টা করি। . -তোর না কাল পরীক্ষা এসব বাদ দিয়ে পড়।আর একবার এসব বললে আমি ফুফুমনিকে সব বলে দিবো। . রাত্রি আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয়।আজ তার ইচ্ছা

