স্মৃতি

200 Words
মনে পড়ে দিনগুলোর কথা? তখন আমাদের জীবনে ডিসেম্বর ছিল। বার্ষিক পরীক্ষা শেষ, নানু বাড়িতে বেড়াতে যাওয়া ছিল। পুরো একটা মাস, নেই পড়ালেখা, নেই কোনো চিন্তা। আবার জানুয়ারিতে যখন স্কুল খুলে যেত, কষ্ট লাগতো না, বরং খুশিই হতাম। রেজাল্ট দিত, তারপর নতুন বই। বই এনেই প্রথমে বাংলা বই নেওয়া, বইয়ের সব গল্প কবিতা পড়ে ফেলা, মনে পড়ে কী? নতুন ব্যাগ, জুতা, ড্রেস, বই, একটা নতুন বছরের শুরু। কিন্তু এই ডিসেম্বর আমরা কি চেয়েছি? একের পর এক নতুন ক্লাস পার করছি, কোথায় সেই নতুন বইয়ের আনন্দ? কোথায় সেই বড়ো হওয়ার আনন্দ? নতুন জীবনে খাপ খাওয়ানোর প্রচেষ্টা, মিস করি দিনগুলো, অনেক বেশি???? বন্ধুদের সাথে মারা মারি। তাদের মিস করি স্যারের সাথে মজা করা। চাই লেই কি ফিরে পাবো দিন টা। মাঝে মাঝে নিজের অজান্তেই কান্না আসে। যদি ফিরে পেতাম সেই কুয়াশা মাখা শীতের সকাল টা কাঁপা-কাঁপি করে সকাল সকাল মাদ্রাসায় যাওয়া নানু বাড়ি বেড়াতে যাওয়া নানুর হাতের মজার সেই ভাপা পিঠা,চিতই পিঠা এক চিলতে হাসি নেই তো সেই আনন্দ এখন তো চার দেয়ালে বন্দী হাজার টা চাকরীর ইন্টারভিউ মন খারাপ করে বাসায় ফেরা নয়তো হাজার টা অফিসের কাজ। যাওয়া হয় না কোথাও প্রাণ খুলে নিশ্বাস নিতে পারি না সত্যি কি আদো আমি মানুষ নাকি স্মৃতির কোণে লুকিয়ে থাকা কোনো ধুলো জমা পাতা ????
Free reading for new users
Scan code to download app
Facebookexpand_more
  • author-avatar
    Writer
  • chap_listContents
  • likeADD