সেই রাতটা

741 Words
আমি তখন ক্লাস থ্রি তে পড়ি। তখন ডিসেম্বর মাস। শীত কাল চলতেছে।বরাবরই বিয়ের মাস। আমার অবশ্য বিয়েতে যেতে ভালোই লাগে।ডং করবো একটু সাজু গুজু করবো। তো কিছু দিন পর শুনলাম বানু আপার বিয়ে।মনে অনেক খুশি।আমাদের বাড়ির পাশে বানু আপা দের বাড়ি। আম্মুর চাচাতো বোনের মেয়ে। বানু আপা অনেক সুন্দরী । ভালোই লাগে ওনাকে।লম্বা কিউট সুন্দরী। উনাদের বাড়ি আমাদের থেকে দূরে।আমরা সবাই আগে একসাথে ছিলাম। ওনারা এলাকার পাশে। রাস্তার পাশে নতুন বাড়ি করেছে। তো তাই ওখানেই থাকে। তো এটা এলো কিছুদিন পর দিনটা এলো।হলুদ হচ্ছে বৃহস্পতিবার রাতে। সেই রাতে এলো আমি অনেক খুশি মেহেদি লাগাইছি আমরা সবাই দেখলাম যে সন্ধ্যা হয় গেল সাজু গুজু করে গেলাম বিকেল বেলা আমি আমার আন্টি নানু বোন সবাই মিলে গেলাম আমরা নানু আন্টি সবাই একসাথে গেলাম কারণ আমরা নানুর বাড়িতে থাকি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি।স্টেজ করছে ওগুলা দেখলাম সবকিছু দেখে সবার সাথে কথা বলে আসলাম। খুব খুব ভালোই আড্ডা হল। আমাদেরকে বলা হল যে আর রাত দশটা এগারোটার দিকে যেতে ভিডিও হবে কেক কাটবে বিরিয়ানি খাওয়া সবাই আসবো। আমাদের যেহেতু কাছে বাড়ি আমরা চলে আসলাম। রাত দশটার দিকে ভালো করে সেজেগুজে শাড়ি পড়ে সুন্দরভাবে গেলাম।যাওয়ার পরে ডিজে হল পার্টি হল দেখলাম নাচতে চাচ্ছিলাম না। আমাকে জোর করে নাচ করাইলো।উঠেছে বিরিয়ানি খেলাম বিরিয়ানি গুলো অনেক মজা হইছে। আমি একটু দুই প্লেট বেশি খাইলাম হাহাহা। আবার আরেকটা কথা আমি কিন্তু অনেক মোটা হ্যাঁ। পরের কারণ সবার সাথে তখন রাত প্রায় ১:০০ টা বেজে গেছে সবকিছু। শেষ হতে। তো। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আম্মু আমাকে বলল যে চল সবাই। আমাদের সাথে আমরা বাড়িতে চলে যাই। আমি বললাম না আম্মু আমি থাকবো। আমার কাছে রাতে বিয়ে বাড়িতে থাকতে ভালো লাগে। এরপর আম্মু রা চলে আসলো আমাকে রেখে। আমিও থাকলাম থাকলাম। মানুষ অনেক বেশি হওয়ায় কারনে রুমের মধ্যে জায়গা কম।একরা রুমে মধ্যে নিয়ে যাওয়া হল। বলল যে কি তুমি এখানে শো। শুধুমাত্র বিছানা করেছিল কিন্তু কোন বালিশ ছিল না আমার কাছে আবার বালিশ ছাড়া ঘুমাতে ভালো লাগে না। তো আমি কি করবো অন্যরকম লাগতেছিল। বালিশ ছাড়া ঘুমাইতে কারণ, শীতকাল ঠান্ডা। আমাকে কোন লেভ কম্বল কিছুই দেয়া হয় নাই। আমার কাছে প্রচুর ঠান্ডা লাগছে। আমি কি করবো বুঝতেছিলাম না। এরপর আমি বাড়িতে চলে যাবো ভাবঢ়ি।রাত তখন ৩:০০ টা। আমি ভাবছি যে বিয়ে বাড়িতে যেহে তু লাইট বা রাস্তায় লাইট জ্বলবে। আমি এই জন্য শাড়িটাকে খুলে গুছায়। পরা অবস্থায় চলে যেতে লাগ লাম। আমি ছোট কোন সমস্যা নেই। আমাদের রাস্তায় পাশে আবার বাথরুম ছিল বাঁশ বাগান ছিল বিভিন্ন বাগানের মত ছিল। প্রত্যেকটা একদম পুরো জঙ্গলের মতোই। বাড়ির পিছন দিয়ে দিক দিয়ে আমি চলে আসলাম। আসার পরে একটু হাটলাম।আমার একটা মামাকে দেখলাম। তখন আনুমানিক তিনটা হবে আমার একটা মামা বসে ওখানে প্রস্রাব করতেছে রাস্তার পাশে। ওনাকে বল লাম।মামা আমাকে একটু আমাদের বাড়ির দিকে আগায় দিয়ে আসেন। মামা আমাকে হঠাৎ ধমক দিয়ে বলল যা এখান থেকে। আমি তো ভয়ে কি করবো আমি বুঝতেছি না আমি কান্না করে দিচ্ছি। চারদিক একদম নিস্তব্ধ কোন আওয়াজ নেই আমি তো আর পারছি না আমি কি করবো বুঝতেছি না এরপরে একটু আসার পর দেখলাম যে কি বাঁশ বাগানের ওখানে হঠাৎ করে নাড়াচাড়া করতেছে আমার কাছে খুব ভয় লাগছে আমি কি করবো কি হবে আজকে আমার আমি তো ছোট ক্লাস থ্রিতে পড়ে আমার আর কি ভাই বুঝ হল দেখলাম আমাদের বাথরুমের সামনে একটা বড় গরু দাঁড়িয়ে আছে। এখানে ওরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বস্তা দিয়ে গরুটা কে ঢেকে রাখা হয়েছে।ও আমাকে দেখে বনের দিকে দৌড় দিল।এরপর আমি কি করবো একটা জঙ্গল ওই জঙ্গলের ওইখানে সাদা পাঞ্জাবি পরা একটা লোক দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে এদিকে আয় এদিকে তোর আম্মু এখানে আছে আমি আমি ভাবছি আমার আম্মু সত্যি ওখানে আছে উনি হয়তোবা আমাদের পরিচিত তখন এরকম করতে করতে এরপর আমি ওনার কাছে গেলাম উনি আমাকে অনেক দূরে নিয়ে গেল যেখানে শুধুমাত্র কবরস্থান আর কবরস্থানে আমি খুব ভয় পাচ্ছিলাম আমার গা দিয়ে ঘাম ঝরতেছে কি করব আমি কিছু বুঝতেছি না আমার কাছে আসতেছে আমার আমাকে জড়ায় ধরে আমার গলাচিপা এমন সময় এগুলো করতে করতে তখন ভোর হয়ে গেছে এমন সময় আযান দিছে। আর আমাকে ছেড়ে দিলো।আমি অজ্ঞান হয়ে দেখি আমি ওখানে পড়ে আছি। বাড়ি থেকে কান্নার আওয়দজ আসছে।বাড়ি থেকে আম্মু আব্বু আসতেছে বাড়িতে যাই দেখি কান্নাকাটি করতেছে আমি কোথায় হারায় গেলাম ডাক্তারের কাছে নিয়েছে।এরপর একটা হুজুর দেখালো।ওনা কে সব খুলে বল লাম। হুজুর বলল যে ওই লোকটা কোনো মামা না। ওনি খারাপ আত্মা। আর গরুটা ও জ্বীন।ওটা নাকি একটা খারাপ জ্বীন ছিল যেটা আমাকে আযান না দিলে ওই সময় আমাকে মেরে ফেলত। আযান দিয়ে দেয় তাই আমি বেঁচে গেছি। এরপর হুজুর আমাকে একটা তাবিজ দিল ওটা আমি সবসময় গলায় ঝুলায় রাখতাম এর থেকে আম্মু আমাকে কোথাও আর একা যেতে দেয় না। প্রথম আমার ক্লাস থ্রিতে ওটা স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনাটা সেই রাতটা ?????
Free reading for new users
Scan code to download app
Facebookexpand_more
  • author-avatar
    Writer
  • chap_listContents
  • likeADD