-রুম ডেট করতে হবে আমার সাথে। --হোয়াট❓ কি বলছো এসব তুমি❓ -যেটা বললাম তাতো শুনলেই। --এটা আমি পারবোনা নীল। -ঠিক আছে, তাহলে তোমার সাথে সম্পর্কের শেষ এখানেই। --কি? কি বলছো তুমি❓ মাথা ঠিক আছে তোমার❓ -হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। --আগে তো কখনোই এমন বলোনি,তাহলে এখন হঠাৎ করে এমন করছো কেন❓ -দেখো আমি এতো কথা শুনতে চাচ্ছি না। রাজি না হলে রিলেশনের এখানেই ইতি টানছি। --আমাদের ৩ বছরের রিলেশন কিভাবে এতো সহজে শেষ করে দিতে পারো? -হ্যাঁ,পারি। তুমি রাজি হবে? নাকি রিলেশন শেষ করবো এখানেই? --তুমি যাই করোনা কেন, আমি তোমার নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবোনা। -ওকে বাই, ভালো থেকো। --হ্যালো নীল? হ্যা..... ফোন কেটে দেয় নীল। তানহার সাথে তার প্রায় ৩ বছরের সম্পর্ক। নীল আগে কোনোদিন তানহার সাথে এরকম আচরণ করেনি,বা এমন কোনো কথাও বলেনি। তাই তানহা বার বার অবাক হচ্ছে যে কিভাবে এতো শান্তশিষ্ট একটা ছেলে এতোটা

