নিজের কেরিয়ার গড়তে শহরে আসছি, আসলে বলতে গেলেই নিজের কেরিয়ার গড়ার জন্য না, নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য। ইচ্ছা পূর্ণ বলতে আমি একটা মেয়েকে - অসম্ভব ভালোবাসি! যদিও আমাকে ভালবাসে কিনা জানিনা? পড়ালেখা করে তাকে বিয়ে করার আশায় শহরে আসা। তা না হলে আমি কখনো শহরে পড়তে যেতাম না, কারণ আমি আগে কখনো পরিবার ছাড়া থাকি নাই। আমি টিপু মেয়েটা আমাকে হনুমান বলে ডাকত- আর মেয়ে টাকে আমি টুনটুনি বলে ডাকতাম। মেয়েটা দেখতে পাতলা পুতলা,তাই টুনটুনি বলে ডাকা। আমি টুনটুনিকে একদম ছোট বেলা থেকেই অনেক পছন্দ করতাম যদিও কখনো বলা হয়নি।গ্ৰামের আরো অনেক লাইন মারার চেষ্টা করেছে,তার মধ্যে আমার একদম কাছের বন্ধু গুলো বাদ যায়নি, একদিন তো আমার সামনেই আমার এক বন্ধুকে রিজেক্ট করে দে। টুনটুনিকে কখনো বলা হয়নি আমি তাকে ভালবাসি! কারণ সে একটু ছোট ছিল- আসলে সে কখন যে বড় হয়ে গেছে কিয়ালই করিনি। অবশেষে সে নিজ থেক

